প্রকাশিত:
৬ আগস্ট, ২০২৫
শিশুদের আঁকা ছবিতে ৩৬ জুলাইয়ের উত্তাল ছাত্র-জনতার প্রতিবাদ, বীরত্ব ও আত্মত্যাগ নিখুঁতভাবে উঠে আসে রংতুলির মাধ্যমে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। ছাত্র-জনতার উত্তাল বিভীষিকাময় ৩৬ জুলাইয়ের চিত্রগুলো শিশু-কিশোররা তাদের রংতুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছিল। চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে শিশুদের আঁকা এসব ছবি বিচারক ও দর্শকদের আবেগতাড়িত করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া উপকমিটির আহ্বায়ক শাহনাজ পলি। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, মাসুমুর রহমান খলিলী, একেএম মহসীন।